রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লালপুরে র্যাবের সহযোগিতায় ভেজাল গুড় কারাখনায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অবস্থিত সাগর গুড় ভান্ডারে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। মেহেদী হাসান তানভীর জানান, ভেজাল গুড় বন্ধে লালপুর উপজেলার বালিততা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত সাগর গুড় ভান্ডারে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড়, ২৮০ কেজি চিটা গুড়, গুড় তৈরীর কাজে ব্যবহৃত হাইড্রোসালফেট, ডালডা, ফিটকিরি, চিটাগুড়, টেক্সটাইল কেমিক্যাল জব্দ করা হয়। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানা মালিক সাগর হোসেন কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২লাখ ও ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১লাখ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাব -৫ এর সদস্যরা সহযোগিতা করে। আসামিতেও এই অভিযান অব্যহাত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।