Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জন্মনিবন্ধনে ১৯০০ টাকা নিয়ে ফেরত দিলেন প্রধান শিক্ষক

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ইন্দুরকানীতে জন্মনিবন্ধন অনলাইন করার নামে অভিভাবকের কাছ থেকে মোটা অংকের টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক বিনয় বরণ হালদার। গত রোববার দুপুরে ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যানের কাছে উপজেলার সেউতিবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণের বিরুদ্ধে অভিযোগ করেন অভিভাবক নজরুল ইসলাম। প্রধান শিক্ষককে চেয়ারম্যান ডাকলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করেন। এবং চেয়ারম্যান মাসুদ করীম ইমনের সামনে ভুল হয়েছে , আর এ ধরণের কাজ করবে না বলে ওই অভিভাবকের কাছে এক হাজার নয় শত টাকা ফেরৎ দেয়। সেউতিবাড়িয়া গ্রামের অভিভাবক নজরুল ইসলাম জানান, আমি সবজি বিক্রি করে সংসার চালাই আমার ছেলের জন্মনিবন্ধন করতে নানা অযুহাতে প্রধান শিক্ষক বিনয় স্যার আমার কাছ থেকে দুই বারে এক হাজার নয়শত টাকা নেয়। এ বিষয় চেয়ারম্যানের কাছে বললে, চেয়ারম্যান স্যার কে ডাকলে ভুল স্বীকার করে। টাকা ফেরৎ দেয়। অনলাইনে আবেদনকারী কম্পিউটার অপারেটর এনামুল জানান, ওই প্রধান শিক্ষক এর আগে আমার কাছ থেকে ৩০ থেকে ৩৫ জনের জন্ম নিবন্ধন আবেদন করেছিলেন। অভিযুক্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের সামনে টাকা ফেরৎ দিলেও পরে অস্বীকার করেন।
ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার জানান, সেউতিবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের জন্ম নিবন্ধন করার কথা বলে প্রধান শিক্ষক বিনয় বরণ একহাজার নয়শত টাকা নেয়। অভিযোগ প্রমান হলে প্রধান শিক্ষক আমার সামনে ভুল স্বীকার করে আর এ ধরণের কাজ করবে না মর্মে টাকা ফেরৎ দেয়। যার তথ্য প্রমান আমার কাছে রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আমাকে অভিভাবক সুমন হাওলাদার বিষয়টি ফোনে জানিয়েছেন। আমি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ