রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা নামক স্থান থেকে ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজেপি। গত রোববার বেলা বারোটার দিকে মোটরসাইকেলে আসা ওই চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারির নাম শামীমুল ইসলাম (৪০)। তার বাবার নাম সাজেদুল ইসলাম। সাতক্ষীরার কলারোয়া উপজেলার গ্যাড়াখালি গ্রামে তার বাড়ি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে সাতক্ষীরা সদর থানাধীন বিনেরপোতা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে টহলদল চোরাকারবারী কর্তৃক বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা মূল্যের ৫০৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার এবং দুই লাখ টাকা মূল্যের ১টি মোটরসাইকেলসহ (ডিসকভার-১৫০সিসি) শামিমুল ইসলামকে আটক করে। আটককৃত স্বর্ণ এবং মোটরসাইকেলের সর্বমোট মূল্য ৪৫ লাখ ৫১ হাজার ৬০০ টাকা।
আটককৃত মোটরসাইকেলসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।