Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অসময়ে সান্তাহারে কদমগাছে ফুল

মো. মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

‘আমি ফুল কদমগাছে ফুটেছি বর্ষাকালে’। বর্ষা ঋতুতে কদমগাছে ফুল স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই ফুল যদি শরৎকালের শেষে কদমগাছে দেখা যায় তাকে কি স্বাভাবিক বলা যায়। এমন দৃশ্য দেখা গেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের স্টেশন রোডের ঘোড়াঘাট এলাকায়।
একটি কদমগাছে সবুজ পাতার মধ্যে ঝুলছে ফুটন্ত কদম ফুল। সান্তাহার রেলওয়ে জংশনের কাছেই ঘোড়াঘাটে একটি বিশাল আকৃতির কদমগাছ। শরৎ ঋতুর শেষ সপ্তাহের দিকে গাছে কদমফুল ফুটে রয়েছে। গাছটিতে সবুজ পাতার মাঝে হলুদ-সাদা কদমফুল পথচারীসহ সবার সবার দৃষ্টি কড়েছে। কিন্তু কদমগাছে এই সময় ফুল দেখে সবার মনে প্রশ্ন জেগেছে, বর্ষার ফুল তো শরৎকালে দেখার কথা নয়।
এমন প্রশ্নের জবাব কারো কাছে পাওয়া যায়নি। তবে পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের মতে, আগামীতে আরো অনেক কিছু অসময়ে দেখা যাবে। এর মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। কদমগাছের সবুজ পাতার মাঝে হলুদ ফুল রাতে বৈদ্যুতিক খুঁটির বাতির আলোয় অপরূপ দেখায়। কদমফুল এক থেকে দুই সপ্তাহ গাছে শোভাপায়। এরপর পাপড়ি ঝরতে শুরু করে। বিয়ে বাড়িতে বর পক্ষের লোকদের কদম ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করার রেওয়াজ চালু রয়েছে। এছাড়াও ফুলের পাপড়ি ফেলে দিয়ে কদম সবজি হিসাবেও খাওয়া যায় বলে স্থানীয় এক উপ-সহকারি কৃষি কর্মকর্তা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ