Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মাজার কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাস্থ ঐতিহ্যবাহী কাঞ্চনপুর হযরত সৈয়দ শাহ মিরান (রঃ) মাজার শরীফ কমিটিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে অত্র মাজার কমিটির উদ্যোগে কমিটির অফিসকক্ষে গতকাল রোববার সকালে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাজার কমিটির পক্ষে সদস্য সৈয়দ গোলাম মাওলা, সৈয়দ আবুল বাসার, সৈয়দ সাখাওয়াত হোসেন, সৈয়দ মজিবুল হক মঞ্জু স্বাক্ষরিত লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, রামগঞ্জের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মিরান (রঃ) মাজার শরীফকে নিয়ে মাজার বিরোধী চক্র দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। গত মঙ্গলবার আসর নামাজের পর শাওন নামের স্থানীয় এক কিশোর  মসজিদের বাক্স থেকে চার টাকা উঠিয়ে নেওয়ার সময় আগত কয়েকজন মুসল্লি দেখে ফেলে। পরে মুসল্লিরা তাকে মসজিদের বাহিরে নিয়ে আসলে অজ্ঞাত কয়েকজন লোক মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে তাকে দাঁড় করিয়ে পিছনের দুহাত রেখে মোবাইল ফোনে ছবি তুলে মিথ্যা তথ্যদিয়ে ফেইজবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে পোস্ট করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ