Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি জমি দখল করে রাইস মিল নির্মাণ চেষ্টায় উত্তেজনা

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামে চেয়ারম্যান বাজারে সরকারি জমি দখল করে রাইস মিল নির্মাণ করতে গেলে দখলকারী সাহাবুদ্দিন সরদারের লোকজনের সাথে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর উক্ত রাইস মিল নির্মাণ করা হলে সামর্স তালুকদারসহ ৪টি পরিবারে বাড়িতে যাতায়াতের সড়ক বন্ধ হয়ে যাবে। ফলে সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি জায়গায় রাইস মিল নির্মাণ বন্ধের দাবি জানায় গ্রামবাসী। গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, পশ্চিম বোতলা জে.এল-৩ নং মৌজায় ২১৮নং দাগে ৬২ শতাংশ সরকারি জমি বিআরএস জরিপে ইউপি পরিষদের নামে রেকর্ড করা হয়। অপরদিকে উক্ত জমির কিছু অংশ ব্যক্তি মালিকানার দাবি করে কোর্টে মামলা দায়ের করে আবু তালেব নামের এক গ্রামবাসী। কিন্তু মামলা চললেও এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আ. মতিন মোল্লা উক্ত জমি ভরাট করে চেয়ারম্যান বাজার নামের একটি বাজার প্রতিষ্ঠা করে কয়েকজন ব্যবসায়ীকে চান্দিনা ভিটি বরাদ্দ দেয়। অপরদিকে জমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেন কোর্ট। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে উক্ত জমিতে পাকা ভবন করে সাইস মিল নির্মাণ করতে যায় সাহাবুদ্দিন সরদার নামের এক প্রভাবশালী ব্যক্তি। এতে বাড়িতে যাওয়ার যাতায়াত সড়ক বন্ধ হয়ে যায় সামর্স তালুকদারসহ ৪ পরিবারের। তারা উক্ত সরকারি জমিতে রাইস মিল নির্মাণে বাধা দেয়। আর এতে করে গ্রামের ২ পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ