Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ১৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৭:১৮ পিএম

খুলনার ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, তাপস কুমার পাল ও ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া রোববার গভীর রাতে এ অভিযানে নেতৃত্ব দেন। আজ সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মোঃ আহসানের ছেলে সালাউদ্দিন (৩১), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাহাদুর শেখের ছেলে সম্রাট ওরফে শান্ত (১৯), ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের সোহরাব গাজীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০), যশোর জেলার কেশবপুর উপজেলার আঃ সামাদ শেখের ছেলে মিজানুর রহমান (৩১) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সালাউদ্দিন, সম্রাট ইসলাম ও শরিফুল ইসলামের দেয়া তথ্যমতে বিভিন্ন ব্র্যান্ডের ৮টি এবং মিজানুর রহমানের তথ্যমতে ৭ টিসহ মোট ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ