Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল সনদে শিক্ষকতার চাকরি!

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসায় মোজাফ্ফর আহমদ নামে এক শিক্ষক জাল সনদ দিয়ে দীর্ঘদিন ধরে মাদরাসার বিজ্ঞান শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন। জাল সনদ দিয়ে চাকরি করলেও কর্র্তৃপক্ষ তার বিরুদ্ধে রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জানা যায়, মোজাফ্ফর আহমদ নামের উক্ত শিক্ষক ১৯৯২ সালে চট্টগ্রাম কলেজ থেকে তৃতীয় বিভাগে বিএসসি (পাস) করেন। ১৯৯৪ সালে শাহচান্দ আউলিয়া মাদরাসায় বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এবং দ্বিতীয় বিভাগে সরকারি বিধি মোতাবেক বিজ্ঞপ্তিতে নির্ধারণ করা হয়। মোজাফ্ফর আহমদ চাকরি পাওয়ার জন্য তার বিএসসি (পাস) সনদকে ঘঁষা-মাজা করে (বোঝার কোনো উপায় নেই) দ্বিতীয় বিভাগ বানিয়ে আবেদন করেন। এছাড়া কমিটির লোকজনকে ম্যানেজ করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৯৭ সালে বিএড পরীক্ষায় মোজাফ্ফর আহমদ দ্বিতীয় শ্রেণীতে পাস করলেও তা জাল করে পাশের স্থলে প্রথম শ্রেণী দেখিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে জমা দেন। সে অনুসারে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন। ২০০৮ সালে মোজাফ্ফর আহমদ টাইম স্কেলের আবেদন করলে তার জাল সনদের বিষয়টি প্রকাশ পায়। এতে মাদরাসা কর্তৃপক্ষসহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে টাইম স্কেলসহ যাবতীয় সুযোগ-সুবিধা বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তীতে ২০০৯ সালে গভর্নিং বডির সভাপতিসহ কয়েকজন সদস্যকে ম্যানেজ করে টাইম স্কেল আদায়সহ বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করে আসছেন। অদ্যাবধি তার জাল সনদের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এব্যাপারে শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুখতার আহমদ থেকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। পরিচালনা কমিটির সভাপতির সাথে যোগাযোগ করেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ থেকে জানতে চাইলে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ