Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাভারে শিশুদের দিয়ে তৈরি করা হচ্ছে বিষাক্ত কয়েল

প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ১২ ডিসেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গড়ে উঠেছে অনুমোদনবিহীন মশার কয়েল তৈরির কারখানা। শিশুদের দিয়ে তৈরি মাত্রারিক্ত বিষাক্ত ডি-এলেথ্রিন মিশিয়ে নিমম্নমানের উৎপাদিত এইসব কয়েল স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কারখানাটির আশপাশের বাসিন্দারা। সাভারের চাঁপাইন এলাকায় ‘ভাই ভাই মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন’ নামে কারখানাটিতে কাজ করছে ৮ থেকে ১২ বছরের বেশ কয়েকজন শিশু। এ কারখানাটিতে বেশ কয়েকটি নামে কয়েল উৎপাদন করে বাজারজাত করছে। অথচ কোন অনুমোদনই নেই কারখানাটির। প্রতিটি প্যাকেটের মোড়কে ‘বিএসটিআই’ সিল ব্যবহার করলেও নেই বিএসটিআই এর কোন অনুমোদন। শিশু শ্রমিকদের দিয়ে মাত্রারিক্ত বিষাক্ত ডি-এলেথ্রিন মিশিয়ে নি¤œমানের উৎপাদিত এইসব কয়েল স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে চিকিৎসকরা। এলাকাবাসী জানায়, কোন সাইনবোর্ড ছাড়াই কারখানাটিতে বিষাক্ত ডি-এলেথ্রিন মিশিয়ে অতি গোপনে দিনে ও রাতে মশার কয়েল তৈরি করা হচ্ছে। উৎপাদিত মশার কয়েলে বিষাক্ত গন্ধে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দিলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান করে সরজমিনে কারখানাটিতে গিয়ে দেখা যায়, ছোট ছোট শিশুরা কাজ করছে কারখানাটিতে। কারখানায় গুরু এ্যাকশন, ম্যাক ফাইটার, পরিমা, দাদাগিরী, রয়েল কিং এছাড়াও লিজার্ড নামে একটি নামি কোম্পানির মোড়ক নকল করে মশার কয়েল প্যাকেটজাত করা হচ্ছে। তবে হরেক রকম নাম ও হরেক রকমের কোম্পানির নাম মোড়কে ব্যবহার করলেও তৈরি হচ্ছে সব একই জায়গায় একই জিনিস দিয়ে। আর প্রতিটি মোড়কে বিএসটিআই-এর সিল লাগানো রয়েছে। অনুমোদনহীন মশার কয়েল তৈরির কারখানাটির মালিকদের একজন নজরুল ইসলাম। তিনি দাবি করেন, খামার বাড়ি থেকে একটি অনুমোদন এনে কারখানাটি চালাচ্ছেন। তবে অনুমোদনের এমনকি বিএসটিআই-এর কোন কাগজ দেখাতে পারেননি কেউ। শিশুদের দিয়ে বিষাক্ত দ্রব্য মিশিয়ে কয়েল তৈরির প্রসঙ্গে কোন কথাও বলতে রাজী হননি তিনি। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটিতে বৈদ্যুৎ ও গ্যাস সংযোগ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগ জানান, অনুমোদনহীন এ মশার কয়েল তৈরির কারখানাটির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ