Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৬:২৯ পিএম

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা (মোটর সাইকেল প্রতিক) ৩৩০ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (দল থেকে বহিষ্কৃত) মোকসেদ আলম পেয়েছেন ২৯৪ ভোট।

এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৩৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬২৭ জন। এই নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর সাথী মোঃ সামসূদিন খন্দকার পেয়েছেন ৩ ভোট। সোমবার শান্তি পূর্ণ ভাবে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটার গনকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ