Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবাধিকার কর্মীদের র‌্যালি ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ৬৮তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলার কাঞ্চন পৌর বাজার এলাকায় গত রোববার সকাল ১০টায় স্থানীয় মানবাধিকার কর্মীদের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি বের করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাঞ্চন পৌর শাখার প্রধান উপদেষ্টা আব্দুল গাফ্ফার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান উদ্বোধন করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবে সাংবাদিক আলহাজ খলিল সিকদার, বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক সকালের খবরের জি এম শহিদ, ভুলতা জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার বাশির উদ্দিন বাচ্চু, মানবাধিকার কর্মী আব্দুল আউয়াল মাস্টার, শিক্ষক মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, গোলাম রসুল  কলি, রবিউল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, মিজানুর রহমান, বণিক বার্তার সাংবাদিক  মাহবুব আলম প্রিয়, সাংবাদিক জিন্নাত হোসেন জনি, সোহেল কিরন, শেখ সুমন, রবিউল ইসলামসহ কাঞ্চন পৌর শাখার মানবাধিকার নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সাংবাদিক আলহাজ খলিল সিকদার বলেন, আমরা মানুষ হিসেবে চরমভাবে অধিকার বঞ্চিত। আমার  মানবাধিকার কি মূলত তাই জানি না। তাই আমাদের দেশের আইনও অধিকার বিষয়ে জানতে হবে। প্রধান অতিথি রফিকুল ইসলাম রফিক মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণ্যহত্যার তীব্র নিন্দা জানিয়ে সকল মুসলিমকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ