Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৬:১০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় মইছ উদ্দিনের ছেলে আবু সিদ্দিক স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক কাজের কু-প্রস্তাব দেয়। পরে এমন বিষয়টি স্ত্রী তাঁর স্বামীকে জানায়। কেন তার দেওয়া কু-প্রস্তাব স্বামীকে জানিয়ে দেওয়া হলো এতে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে গত ১২অক্টোবর রাতে ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে তাকে। এসময় সিদ্দিকের সাথে থাকা একই গ্রামের মহরম আলী (৩৮) ও রুহুল আমীন (৩২) দুজন মিলে ঘরের বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়।

ভিকটিম জানান, আমার স্বামীকে সিদ্দিকের কু-প্রস্তাবের কথা জানালে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে তার সহপাঠীদের নিয়ে আমাকে ধর্ষণ করে। তারপর আমাকে বলে এবিষয়ে মামলা করলে তুই সহ তর সন্তানকে খুন করে ফেলবো বলে হুমকি দিয়ে যায়। পরে আমি বিষয়টি আমার পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়ে রোববার রাতে ঈশ্বরগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করি।

মামলার পর ওইদিন রাতেই ঈশ্বরগঞ্জ থানার এস আই সাদী মোহাম্মদ অভিযান চালিয়ে প্রধান আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি সিদ্দিককে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ