Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা দখল করে দোকান নির্মাণ

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : পার্বতীপুর শহরের কাপড় মার্কেটের দোকানদাররা রাস্তা দখল করে নেওয়ায় মার্কেটে চলাচলের রাস্তা চিকন হয়ে পড়েছে। এতে স্বাভাবিকভাবে চলাচল ও ক্রেতাদের প্রতি মুহূতেই অসুবিধার সম্মুখিন হতে হয়। একই অবস্থা মেইন রোড়ের। বাইপাস সড়ক বাদ দিয়ে লোকাল বাস, ট্রাক, তেলবাহী লরি অটোবাইক, চার্জার ভ্যানসহ সকল প্রকার যান এই রাস্তা দিয়ে চলাচল করছে। ফলে  জ্যাম ও যানজটে প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি। দেখার কেউ নেই। সমস্যা নিরসনের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের থাকলেও তারা নিশ্চুপ। উপজেলা পরিষদে আইন-শৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হলেও বাস্তবায়ন হয় না। আজ শনিবার সকালে ইউএনও তরফদার মাহমুদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করলে জানান, শহরের সমস্যা বাস্তবায়নের দায়িত্ব পৌর মেয়রের। মিটিংয়ের সিদ্ধান্তের চিঠি প্রতিমাসেই তাকে দেওয়া হয়। সমাধান না করলে দায় তাকেই নিতে হবে। মেয়র এ জেড এম মেনহাজুল হক জানান, সমস্যাগুলো তিনিও অনুভব করেন। এ ব্যাপারে শহরবাসীর সহযোগিতা চেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ