রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ রূপগঞ্জ শাখার উদ্যেগে পবিত্র জসনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি এলাকায় এ জসনে জুলুস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে কামেল, মুরশিদে বরহক, আলহাজ্ব মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মাঃজিঃআঃ)। র্যালিতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মুহাম্মদ ফারুকুল ইসলাম ভূইয়া। অত্র জসনে জুলুস আয়োজিত র্যালিটি রূপগঞ্জ থানা সংলগ্ন এলাকা থেকে শুরু করে ভক্তবাড়ি চেয়ারম্যান বাড়ি এলাকায় এসে শেষ হয়। সৈয়দ বাহাদুর শাহ এর নেতৃত্বে র্যালিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, নারায়ণগঞ্জ জেলা আহবায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম আল আবেদী, পিতলাগঞ্জ দাখিল মাদারাসার সুপার মাওলানা সালাহউদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মদ গোলাম কিবরিয়া ভঁ’ইয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোসলেম হোসেন মুসা মোল্লা, আমিনুল ইসলাম ঝিনু ভূঁইয়া, আলহাজ্ব হাফেজ আহমেদ, মুফতি রমজান আলী আরেফী, আব্দুল আওয়াল ভূঁইয়া, রুবেল হোসেন, জহিরুল ইসলাম, হাসান মোল্লা, সোবহান মিয়া ও শাহআলম মিয়াসহ স্থানীয় শতাধিক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিরা। র্যালি শেষে বক্তারা চেয়ারম্যান বাড়ি এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবনীর উপর বিশেষ আলোচনা করেন। এ সময় মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গনহত্যায় তিব্র নিন্দা জানান। অত্যাচারিত মুসলিজ জাতির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।