Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বণ্য প্রাণি রক্ষাসহ পাখির অবাধ বিচরণ নিশ্চিতের দাবীতে নিজেকে খাঁচায় আবদ্ধ করে বিরল প্রতিবাদ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ৪:১১ পিএম

বণ্য প্রাণি রক্ষা সহ বনের পাখিকে মুক্ত আকাশে অবাধ বিচরণের সুযোগ প্রদানের দাবী সহ নিমল পরিবেশের জন্য প্রণিকুলের প্রতি নিপিড়নের প্রতিবাদে নিজেকে খাঁচায় আবদ্ধ করে বরিশালে ব্যতিক্রমী প্রচারাভিযান চালিয়েছেন পাখি প্রেমিক সাইফুল্লাহ নবীন। নগরীর বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের টাউন হলের সামনে এ প্রচর কর্মসূচি পালনে মেহেদিগঞ্জ উপজেলার সুদুর চরহোগলা গ্রাম থেকে মৃত ফজলে করিমের ছেলে সাইফুল্লাহ নবীন (৪৫) ছুটে আসেন। নবীন-এর দাবী, বন ও বনের পাখি যেন ক্ষতির হাত থেকে রক্ষা পায়, সেজন্য বন বিভাগ থেকে তাদের মত পরিবেশ কর্মীদের সাথে নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
পাশাপাশি পাখি যেন মুক্ত আকাশে অবাধে তাদের মত করেই বিচরণ করতে পারে তা নিশ্চিত করতে বন ও পরিবেশ অধিদপ্তর সহ সমাজের সকলকে দায়িত্ব পালনেরও দাবী জানান নবীন।
রোবববার নবীনের এ কমর্সূচী পালণকালে নগরীর উৎসুক জনতা সহ সমাজের বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ সাইফুল্লাহ নবীনের পাখির খাচায় অবস্থানের দৃশ্য দেখার জন্য ভীড় করেন। মোঃ সাইফুল্লাহ খাঁচাটি নিজ এলাকায় তৈরী করে এ কর্মসূচি পালনের লক্ষে বরিশালে নিয়ে আসেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ