Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ার সন্ধ্যায় জেগে ওঠা চর বিত্তবানদের দখলে

রাজস্ব হারাচ্ছে সরকার

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) থেকে : নদীর একুল ভাঙে অকুল গড়ে এইতো নদীর খেলা। চিরন্তর এ সংগীতের রেশ ধরেই সন্ধ্যা নদীর ভাঙা-গড়া চলছে প্রতিনিয়ত। অথচ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর জেগে উঠা চর ভূমি ও বালু খেকোদের দৌরাত্ম্য বেড়েই চলছে। ভূমিহীনদের জমি প্রভাবশালীদের দখলে যাওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। আর প্রকৃতির এ ভাঙা-গড়ার খেলায় আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে বানারীপাড়ার কয়েকটি সুবিধাভোগী মহল। সন্ধ্যা নদীর ভাঙনে এ উপজেলার বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে। হাজার হাজার পরিবার হারাচ্ছে তাদের আশ্রয়স্থল, ভিটেমাটি। অপরদিকে নদীর যেই পাড় ভাঙছে তার উল্টো পাড়ে জেগে উঠছে চর। অভিযোগ রয়েছে বানারীপাড়া লঞ্চ টার্মিনালসংলগ্ন মহিষাপোতা, খেজুরবাড়ি এলাকার নতুন ও পুরাতন আবাসন এলাকা সন্ধ্যা নদীর জেগে ওঠা চরের সম্পত্তি। সরকারি অধিগ্রহণের বাইরের জেগে উঠা চরের সম্পত্তি বন্দোবস্ত না নিয়ে প্রভাবশালীরা দখল করে আছে। এ থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় চিহ্নিত জনপ্রতিনিধির স্বজনরা ভোগ করছেন দীর্ঘ বছর ধরে। জানা গেছে, ওই এলাকার সরকারি খাস সম্পত্তি ভূমিহীনদের নাম ভাঙিয়ে বহু বিত্তশালীরা নিজেরাই ভোগ করছেন। বানারীপাড়ার সুশিল সমাজসহ বিভিন্ন সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরকারি খাস সম্পত্তি বিত্তবানদের কবল থেকে উদ্ধার করে হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে বিতরণের দাবি জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ