Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ৪:৩৮ পিএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান নামে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদ আরও দুইজন সেনা সদস্য আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি সেনানিবাসে কর্পোরাল পদে দায়িত্ব পালন করছিলেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শীতকালীন সামরিক প্রশিক্ষণের জন্য রবিবার সকালে বগুড়া সেনানিবাস থেকে সিগন্যাল কোরের সদস্যরা পিকআপে করে পাবনার পাকশির দিকে যাচ্ছিল। পথে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় চাকা ফেটে পিকআপটি উল্টে যায়। এতে তিন সেনা সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মারা যায়। আহত সৈনিক প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদকে বগুড়া সেনানিবাসে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ