Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ জনের মৃত্যু শনাক্ত ৩৫১

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩৫১ জন। এর একদিন আগে গত শনিবার শনাক্তের সংখ্যা ছিল ২৯৫ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন মৃত্যু ২৯ হাজার ৪০১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬২০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন। এসময় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৮৮টি। এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৮৬ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশে করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
৫ নভেম্বর, ২০২২
২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ