রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানিকগঞ্জের সিঙ্গাইরে ফাঁকা বাড়িতে একা পেয়ে জনৈক এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী ওই নারীর পিতা বাদী হয়ে গত শনিবার মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রামের ইদ্রিস আলীর পুত্র ইমন (২৩), জহিরুল ইসলামের পুত্র রিফাত (১৮) ও মৃত অছিমুদ্দিনের পুত্র জসিম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিমকে গত শুক্রবার বিকেলে একা বাড়িতে পেয়ে অভিযুক্ত ৩ জন মিলে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারী কৌশলে ছুঁটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে এলাকাবাসী মিমাংসার কথা বলে জড়িত ইমন, রিফাত ও জসিমকে ডেকে আনে। এ সময় উত্তেজিত জনতা জসিমকে বেদম মারধর করে। অপর দু’জন পাশ্ববর্তী ঘরে আশ্রয় নেয়। এ বিষয়ে খবর পেয়ে থানা পুলিশ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসার সময় বিক্ষুদ্ধ জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। জনৈক পৌর কাউন্সিলরকেও লাঞ্চিত করে। অভিযুক্ত রিফাতের পিতা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল হোসেন বলেন, আটককৃত ৩ জনকে কোর্টে চালান করা হয়েছে। ভিকটিমকে ২২ ধারার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
সিংগাইর থানার ওসি মো. সফিকুল ইসলাম মোল্যা বলেন, ঘটনাটি দুঃখজনক। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে নয়, আসামিদের লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।