Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলাদুন্নবী (সা.) ফজিলত বুঝতে দয়াল নবীর পরিচয় জানতে হবে

রাউজানে পীরে ত্বরিকত আবুল ফরাহ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তরজেলার সেক্রেটারি পীরে ত্বরিকত আল্লামা শাহসূফি আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী (মা.জি.আ) বলেছেন ঈদে মিলাদুন্নবী (সা.) তাৎপর্য ও ফজিলত বুঝতে হলে দয়াল নবীর সঠিক পরিচয় জানতে হবে, তার সব গুণকে নিঃশর্তভাবে বিশ্বাস করতে হবে এবং নবীজি সম্পর্কে আল্লাহর হুকুম কী, সেই জ্ঞান অর্জন করে সেভাবে ইবাদত করতে হবে। মহান রাব্বুল আলামিন নবীজির শান বুলন্দ করে বলেন- হে মাহবুব, আপনি বলে দিন ‘হে মানবজাতি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসারী হয়ে যাও, (ফলে) আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ্ ক্ষমা করবেন। সাহাবাগণ এ আয়াতের তাফসির জানতে চাইলে নবীজি (সা.) বলেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে নিজের প্রাণ অপেক্ষা অধিক প্রিয় হব।
তিনি শনিবার রাতে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহি রাউজান উত্তরসর্তা জাগরণী ক্লাবের উদ্যোগে বিশাল জসনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির তকরির করছিলেন। উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদরাসা ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার মোহাম্মদ আলী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনের সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়ার মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেস্টা ও অনুষ্টানের আহবায়ক মো. হারুন পাশা। অনুষ্টানের প্রথম পর্বে মুহাম্মদ জাফরের সঞ্চালনায় রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ২পুত্র ফারাজ করিম চৌধুরী ও ইঞ্জিনিয়ার ফারহান করিম চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। তকরির করেন মাদরাসাসহ সুপার আল্লামা শামসুল আলম নঈমি, মাওলানা আবদুল মান্নান, মাওলানা ইউছুফ, মাওলানা আবদুল আজিজ। সমগ্র অনুষ্টানে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আলহাজ মুহাম্মদ মুসা, আলহাজ মো. ইদ্রিস, এজাহার মিয়া, মুহাম্মদ শফি, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মো. নাসির, মাস্টার আলাউদ্দিন, মো. নুরুল আজম চৌঃ, মো. আয়ুব, মো. আবছার, এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক, মাস্টার ওসমান গণী, মো. রফিক, মো. মহিউদ্দিন, মো. ইসমাইল, সেক্রেটারী মো. জাফর, মাওলানা নেজাম সিদ্দিকী, মো. সালাউদ্দিন, গোলাফ রহমান, মো. বদর, মো. গিয়াস উদ্দিন, আবু সুফিয়ান, জমসেদ, রুকন, তসলিম, ডাক্তার পারভেজ রানা, শাহাদৎ, আবু সাইদ, ফয়সাল, মো. হাবিব প্রমুখ। পরে মিলাদ কিয়াম শেষে আখেরি মোনাজাত করেন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা শাহসূফি আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী (মা.জি.আ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ