বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে ছিনতাইকারীদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ (৩২) নামে এক ছিনতাকারী নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল লতিফের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাতে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ হন ইউসুফ নামে ওই ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, ইউসুফের বিরুদ্ধে এক ওষুধ কোম্পানির হিসাব রক্ষককে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।