Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে আধাবেলা হরতাল চলছে

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:১০ পিএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীতে সামাজিক সংগঠন রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা হরতাল পালিত হচ্ছে।
সিটি কর্পোরেশন বর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে রাজশাহী মহানগর এলাকায় পালিত হচ্ছে এ হরতাল কর্মসূচি।
রোববার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীর বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা এতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।
দেখা গেছে, হরতালের কারণে রাজশাহী মহানগরীতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে ঢাকা রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া মোটরসাইকেলসহ হালকা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বর্তমানে মহানগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ