Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাদ খোলা গাড়ি কিনে মাহির স্বপ্ন পূরণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৬:৪৪ পিএম

তরুণ প্রজন্মের অভিনেত্রী সামিরা খান মাহি। নিপুণ অভিনয় ও মিষ্টি হাসিতে খুব অল্প সময়েই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই মাহির স্বপ্ন ছিলো, একটি ছাদখোলা গাড়ির। কঠোর পরিশ্রম করে নিজের সেই স্বপ্নপূরণ করলেন এ অভিনেত্রী। সম্প্রতি গাড়ির চাবি হাতে পেয়েছেন মাহি। এরপরই সোশ্যাল মিডিয়ায় গাড়ির কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের স্বপ্নপূরণের গল্প শেয়ার করেছেন তিনি।

স্বপ্নপূরণের আনন্দে উচ্ছ্বসিত মাহি লিখেছেন, ছোটবেলা থেকেই আমার একটি ছাদখোলা গাড়ির স্বপ্ন ছিল। ছোটবেলায় আমি যখন টিভিতে কার্টুন দেখতাম ছাদখোলা গাড়ির, তখন শুধু ভাবতাম, ইশ কবে আমার এমন একটি গাড়ি হবে! কিন্তু আসলে সাধ আর সাধ্যের কিছু ব্যারিয়ার আমাদের থাকে, যার কারণে মনে হতো আমার স্বপ্ন আসলে স্বপ্নই রয়ে যাবে। আমি কখনও কল্পনা করতে পারিনি যে, আমি আমার সেই স্বপ্নকে পূরণ করতে পারব। একটি ব্র্যান্ড নিউ ছাদখোলা গাড়ি কিনতে প্রচুর টাকার প্রয়োজন হয়, যেটি কিনা আমার এফোর্ড করা সম্ভব না। কিন্তু আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকে আমি আমার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছি।

তিনি আরও লেখেন, আমি আমার কষ্টে উপার্জিত টাকা সেভ করে আজ থেকে ছয় মাস আগে চিন্তা করলাম এমন একটি ছাদখোলা গাড়ি বানাবো যেটা কিনা হবে ঢাকা শহরের ভিন্নধর্মী একটি ছাদখোলা গাড়ি। যেটি বানাতে আমাকে সাহায্য করেছে মাহিম করিম খান। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে কিনা আমার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করেছে।

এই অভিনেত্রীর ভাষ্য, বিশ্বাস করবেন কিনা জানিনা, সারাদিন কাজ করে আসার পরে একজন অভিনয়শিল্পীর নিজস্ব কোন কিছু করার ওরকম কোন সময় থাকেনা। সেই সকাল আটটা থেকে রাত দুটো-তিনটে পর্যন্ত কাজ করার পরে যখন বাসায় ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে যাওয়ার কথা, ঠিক তখন আমি কিছু সময়ের জন্য বেরিয়ে পড়ি আমার ভাই-বোনদের নিয়ে ড্রাইভে। আমার কাজের বাইরে এটিই একমাত্র শখ, যেটা কিনা আমাকে প্রচণ্ড ভালোলাগা দেয়। আজ আমি অনেক খুশি। কারণ আমার কষ্টের টাকায় আমার ছাদখোলা গাড়ি! আলহামদুলিল্লাহ্‌।

বর্তমান সময়ে টিভি নাটকের তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি। কারণ দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে প্রতিনিয়তই। সামিরা খান মাহি ইতিমধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় নাটক। তবে সাফল্যের মসৃণ পথে হাঁটলেও মাহি ভুলে যাননি তার অতীত, সংগ্রামের অধ্যায়। শোবিজের জার্নিটা খুব সহজ ছিল না তার জন্য। কারণ অভিনয় জীবনের শুরুর দিকে নানান কটূ কথা শুনতে হয়েছে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ