Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবিতে ই-গভর্নেন্স ও ইনোভেশন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৬:১৯ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান ও নির্বাচিত কর্মকর্তাবৃন্দদের নিয়ে নিয়ে ‘ ঞৎধরহরহম ড়হ ঊ-এড়াবৎহধহপব ধহফ ওহহড়াধঃরড়হ’ শীর্ষক প্রশিক্ষণ কের্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।


ট্রেনিং প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। প্রশিক্ষণ কোর্সের সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আরিফুর রহমান।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘আমাদেরকে সর্বপ্রথম এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে হবে, তখনই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। একাগ্রতা ও নিষ্ঠার সাথে সবাইকে কাজ করতে হবে। এই প্রশিক্ষণ কোর্সের আয়োজকদের ধন্যবাদ ও অংশগ্রহণকরীদের অভিনন্দন জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী প্রশিক্ষণার্থী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এই আয়োজনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ