Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুত্ববাদীদের আপত্তির মুখে সরানো হলো আমির-কিয়ারার বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৬:০৩ পিএম

এই প্রথম বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আদভানি। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে তাদের প্রথম কাজই বিতর্কের মুখে পড়েছে। আমির-কিয়ারা অভিনীত সেই বিজ্ঞাপনে দেওয়া বার্তা ঘিরেই যত আপত্তি। বিজ্ঞাপনটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। তাই উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলের মুখে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘বিদাই’ হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা যায়, ‘এই প্রথম দেখলাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।’ তখন কিয়ারা উত্তরে বলেন, ‘তুমিও তো কাঁদছ না।’

পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, ‘এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?’ কিয়ারার পাল্টা প্রশ্ন, ‘এই ঘরে নতুন কে?’, আমিরের উত্তর, ‘আমিই তো নতুন।’ ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিরও সেই মতো পা রাখেন।

অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা যায়, ‘নতুন জামাইকে স্বাগত।’ কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, এতবড় পদক্ষেপ করার জন্য।’ অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, ‘দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? সে কারণেই ব্যাংকিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।’

বিজ্ঞাপনে মূলত, সমাজে যুগ যুগ ধরে চলা আসা প্রথায় পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছিল। তাই নিয়েই শুরু হয় বিতর্ক। ফলে চাপের মুখে পড়ে নেটদুনিয়া থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

তবে অনেকেরই মন্তব্য, জনরোষের মুখে পিছু হটল স্বাধীন চিন্তার প্রদর্শন, দিন বদলের স্বপ্ন। এই বিজ্ঞাপনের মাধ্যমে দিন বদলের বার্তা দিয়েছিল ব্যাংকটি।



 

Show all comments
  • N Islam ১৬ অক্টোবর, ২০২২, ৬:৩৪ পিএম says : 0
    মূলতঃ আমির খানের বিরুদ্ধেই এই বিদ্বেষ, বিয়ের পদ্ধতি কোন বিষয় নয় । বিজ্ঞাপণে খান না থেকে কোন কুমার থাকলে জংলীদের শরীরে জ্বালা ধরতোনা ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ