Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি অনুদানের সিনেমায় নিরবের সঙ্গী সুনেরাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৫:৪৬ পিএম

সরকারি অনুদানের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন। এতে তার বিপরীতে রয়েছেন ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নিরব-সুনেরাহকে এক করে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন খ ম খুরশীদ। সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর থেকে।

নতুন এই সিনেমার বিষয়ে নিরব বলেন, ‘স্বাদ্ধীনতা যুদ্ধের সময় জয় বাংলা স্লোগানের মহাত্বটাকে তুলে ধরা হবে এই সিনেমায়। এখানে স্বাধীনতার সময়কালীন ও বর্তমান সময়ের প্রেক্ষাপট দেখানো হবে। এতে ২৪-২৫ বছরের যুবক ও বৃদ্ধের চরিত্রে আমাকে দেখা যাবে।’

সুনেরাহ বলেন, ‘চরিত্র ভালো লেগেছে জন্য সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। দুইটা সময় দেখানো হবে এতে। ৭১ সাল ও বর্তমান সময়ে নিজেকে কেমন লাগে সেটাও দেখা হবে।’

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে। চলতি মাসের ২০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সিনেমাটির প্রথম লটের শুটিং হবে। এরপর পহেলা নভেম্বর থেকে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় একটানা শুটিংয়ের মাধ্যমে বন্ধ হবে এর ক্যামেরা।

উল্লেখ্য, সার্ফিং ও নারীর ক্ষমতায়নের গল্পকে কেন্দ্র করে ‘ন ডরাই’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুনেরা। নিরবের সঙ্গে ‘জয় বাংলার ধ্বনি’ হতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি।

এদিকে বর্তমানে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় পার করছেন নিরব। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়ে গেলেও করোনার কারণে ডাবিং ও অন্যান্য কাজ পিছিয়ে পরেছিল। এ বছরেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে নির্মাতার। এছাড়া নিরব অভিনীত ছায়াবৃক্ষ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ