Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মহাস্থান মাজার জিয়ারত করলেন সিঙ্গেরগাড়ী জহুরিয়া দরবারের পীর

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

উত্তরের শীর্ষ দরবার শরীফ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা সিঙ্গেরগাড়ী জহুরিয়া দরবার শরীফের গদীনসিন পীর আলহাজ্ব শাহ মো. গোলাম মর্ত্তুজা আজিজি স্বপরিবারে বগুড়ার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহঃ) এর মাজার জেয়ারত করলেন। গতকাল শনিবার দুপুরে মাজার জেয়ারতের পর তিনি মাজার সংলগ্ন ডাকবাংলোতে জোহরের সালাত আদায় করেন এবং তার সম্মানে উপস্থিত কয়েকশত জাকেরানের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বিদ্যমান জামানার বালা মুসিবত থেকে বাঁচতে সব সময় আল্লাহর জিকির ও রাসুলুল্লাহ (সা.) এর ওপর দরুদগুজার হওয়ার পরামর্শ দেন। এসময় তার ভাই শাহ মোহাম্মদ গোলাম সাকলায়েন আজিজি, শাহ মোহাম্মদ গোলাম মাজতুবা আজিজি এবং শাহ গোলাম
গওসুল আলম আাজিজিও বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, বর্তমান সরকার মিলাদুন্নবী(সা.) এর গুরুত্ব ও মাহাত্ম্য অনুধাবন করে রাষ্ট্রীয়ভাবে পালনের ব্যবস্থা করেছেন। সেজন্যে সরকার প্রধানকে অভিনন্দন।
বক্তব্য শেষে সিঙ্গেরগাড়ী দরবার শরীফের মরহুম পীর হজরত মাওলানা শাহ সুফী শামসুল আলম আজিজি (রহ.) এর রুহের মাগফেরাত এবং জাকেরানসহ উপস্থিত সবার জন্য দোওয়া ও মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ