Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না -কাজী আকরাম উদ্দিন আহমদ

শুব্বানের নতুন সভাপতি আব্দুল্লাহিল কাফী ও আব্দুল্লাহ আল-ফারুক সা: সম্পাদক

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, জমঈয়তে আহলে হাদিসের উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আলহাজ কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, প্রকৃত আহলে হাদীসগণ জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। কেননা তারা বিশ্বাস করে ইসলাম শান্তির ধর্ম। গতকাল সকালে ঢাকার মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের ৭ম কেন্দ্রীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন। নূরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক মুহাম্মদ মোবারক আলী। স্বাগত বক্তব্য প্রদান করেন সদ্য বিদায়ী সহ-সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক মুহাম্মদ গোলাম রহমান। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন সাবেক শুব্বান সভাপতি মুহাম্মদ আব্দুল মাতীন। আলোচনায় অংশগ্রহণ করেন জমঈয়তে আহলে হাদিসের সাবেক সভাপতি প্রফেসর ড. ইলিয়াস আলী, সহ-সভাপতি প্রফেসর ড. আযহার উদ্দীন, সহ-সভাপতি সাবেক আইজিপি আলহাজ মো: রুহুল আমীন, সহ-সভাপতি ড. আব্দুল্লাহ ফারুক সালাফী, জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল শাইখ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দ। সম্মেলন শেষে মুহাম্মদ আব্দুল্লাহিল কাফীকে সভাপতি ও আব্দুল্লাহ আল-ফারুককে সাধারণ সম্পাদক করে ২০১৭-২০১৮ সেশনের জন্য জমঈয়তে শুব্বানের নতুন কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ