Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুই ওসির নম্বর ক্লোন করে প্রার্থীর কাছে টাকা দাবি

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। চক্রটির বিরুদ্ধে বালিয়াকান্দি ও গোয়ালন্দঘাট থানার ওসির সরকারি নম্বর ক্লোন করে গত শুক্রবার দুপুরে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, একজন প্রার্থীর কাছে তার সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে সবাইকে সতর্ক করতে এই পোস্টটি দিয়েছেন।
গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু অসাধু চক্র প্রার্থীদের নিকট সরকারি নম্বর ক্লোন করে টাকা চাচ্ছে এবং কতিপয় প্রার্থী প্রশাসন তার পক্ষে আছে বলে অপপ্রচার চালাচ্ছে মর্মে জানা যায়। আমরা কখনোই এ ধরনের টাকা চাই না এবং চাইব না।
ভোটারগন সম্পূর্ণ স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা ভোটারদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে আইনি সহায়তা প্রদান করব।
তাই সকলকে এ ধরনের অসাধু চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য এবং যেকোন ধরনের অপপ্রচার/গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ