Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সংস্কারের অভাবে সড়কে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়ার নবনির্মিত ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক সংস্কার না করায় জনদুর্ভোগে পড়েছে পথচারী। সামান্য পরিমান বৃষ্টি হলে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে এই রাস্তাটি।
দীঘা এবং বাবুখালী ইউনিয়নের থেকে বিনোদপুর ইউনিয়ন পরিষদ এমনকি জেলা শহর মাগুরা যাতায়াতের জন্য প্রধান সড়কটি নিয়ে সংকটে এলাকাবাসী। সংকট প্রকট হলেও সমাধানের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছেনা।
এ ব্যাপারে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম জানান, এ সমস্যা সাময়িক অল্পদিনে সমস্যার সমাধান হবে। তল্লাবাড়িয়া গ্রামের অধ্যক্ষ খায়রুল ইসলাম বলেন, সমস্যা বিরাজমান জনগনের দুর্ভোগ নিরসনে জরুরি ভিত্তিতে সমধান হওয়া প্রয়োজন। সাধারণ জনগোষ্ঠি জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ