Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলা দেখতে এসে নিহত ১ : আহত ১০

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে এসে ছমিরুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ছাউনি ওপরে বসে ১০-১২ জন খেলা দেখছিলেন হঠাৎ টিনের ছাউনি ভেঙে পড়লে চারজন আহত ও মো. খোরশেদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা শুরু হওয়ার পরপরই এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রামপুরা রানীপুকুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও চারজন পাঁচবিবি উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, শুক্রবার বিকেলে খোরশেদ নামের ছেলেটি ছাউনী উপরে বসে খেলা দেখার সময় তা ভেঙে পড়ে নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ