Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

সিংড়ায় বিজয়ের পর ‘বিদ্রোহী’ প্রার্থীদের দলে নিয়েছে আ.লীগ

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

নাটোরের সিংড়ায় দলীয় মনোনয়ন না পেয়ে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া ইউপি চেয়ারম্যানদের বহিস্কারদেশ প্রত্যাহার করে নিয়ে গতকাল শনিবার তাদের পদায়ন করেছে উপজেলা আ.লীগ। এ বিষয়ে নাটোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, সিংড়ায় বিদ্রোহী ইউপি চেয়ারম্যানদের পদায়ন করার ঘটনা দু:খজনক, দুভাগ্যজনক। গতকাল শনিবার নাটোর-৩ সিংড়া আসনের এমপি ও আইসিটি প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে সিংড়া উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভায় ৪ বিদ্রোহী ইউপি চেয়ারম্যান এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান পদে ভোট করা আদেশ আলী সরদারকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরর মেয়র ও জান্নাতুল ফেরদৌসসহ সম্প্রতি ঘোষণা হওয়া উপজেলা আ.লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচিত চার বিদ্রোহী ইউপি চেয়ারম্যানরা হলেন, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, লালোর ইউপি চেয়ারম্যান একরামুল হক শুভ, চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লা, রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীপ্রার্থী হয়ে অংশ নেওয়া আদেশ আলী সরদার। গতকাল শনিবার সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নিজ বাসভবনে সিংড়া উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভায় তাদের বহিস্কারদেশ প্রত্যাহার করে নিয়ে উপজেলা আ.লীগে সদস্যপদ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ