Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এড. আবুবকর ছিদ্দিকী আর নেই রবিবার বাদ আছর পেকুয়া জিএমসি মসজিদ মাঠে নামাজে জানাযা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ৮:২৫ পিএম | আপডেট : ৮:৫৬ পিএম, ১৫ অক্টোবর, ২০২২

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুবকর ছিদ্দিকী ( প্রকাশ মনু) আর নেই। তিনি আজ ১৫ অক্টোবর

বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তাঁর বয়স ছিল ৬৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা সন্তান, ৪ ভাই,৭ বোন ও অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
মরহুম এড. আবুবকর ছিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা ও দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।
তিনি ছাত্রজীবনে দেশের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে আমেরিকার নিউইয়ার্ক বিশ্বিবিদ্যালয় থেকে লিগ্যাল ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছিলেন।

মরহুম এড. আবুবকর ছিদ্দিকী কক্সবাজার জেলার অন্যতম জমিদার, প্রখ্যাত আইনজীবী, সাবেক পার্লামেন্ট সদস্য ও ইসলামী চিন্তাবিদ মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরীর ৩য়
পুত্র।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে তিনি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণে নিয়োজিত ছিলেন। এজন্য তিনি আজীবন একজন মুক্তিযোদ্ধার সরকারী সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন।

মরহুম এড. আবুবকর ছিদ্দিকী
দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার লং লাইফ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তিনি ইন্তেকাল করেন।

মরহুমের ইন্তেকালে তাঁর মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন আইনজীবী, সাংবাদিক,শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

রবিবার বাদ আছর পেকুয়া জমিদার বাড়ির জিএমসি মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে বলে আমেরিকা প্রবাসী তাঁর ছোট ভাই মুহাম্মদ আল জুবায়ের পারিবারিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ