Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকগুলো চালু করেন -ডেপুটি স্পিকার

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে পেরেছি। বঙ্গবন্ধু সমাজের প্রতিটি মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি বলেন বঙ্গবন্ধুর গৃহীত কর্মসূচীর আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে জনগণের দোর গোরায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আ.লীগ সরকার ক্ষমতায় এসে ’৯৬ সালে প্রতিটি গ্রামে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করেছিলেন। কিন্তু ২০০১ সালে বিএনপি’র নেতৃত্বাধীন চার দলীয় সরকার ক্ষমতায় এসে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকগুলো বন্ধ করে দেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুন:রায় ক্ষমতায় এসে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকগুলো চালু করেন। যার ফলে শিশু ও মার্তৃত্বের মৃত্যুর হার কমেছে। এ কারণেই স্বাস্থ্য সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ থেকে দুইবার পুরস্কার প্রদান করা হয়েছে।
তিনি গতকাল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য কর্মী ও সাপোর্ট গ্রæপ সদস্যদের সাথে মত বিনিময় সভায় ডেপুটি স্পিকার একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন, নির্মলেন্দু চৌধুরী, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলষ্টয়, যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম সরকার সহ জেলা ও উপজেলা আ.লীগ নেতৃবন্দ।
ডেপুটি স্পিকার বলেছেন ২০১৩ ও ১৪ সালে যারা জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছেন তারা আবার গণতন্ত্রের জন্য মায়া কান্না করছেন। তিনি তাদের জ্বালাও পোড়াও পরিহার করে সুস্থ্য গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার আহŸান জানান।
এর আগে ডেপুটি স্পিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়ার পিতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুর রাজ্জাকের কুলখানিতে অংশ নেন। তিনি এসময় মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ