Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়তুল মোদার্রেছীন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর জন্য একটি অলৌকিক সংগঠন-পীরে ত্বরিকত আশরাফ শাহ

রাউজান কদলপুর হামিদিয়া মাদ্রাসায় কামিল হাদিস বিভাগ পাঠদানে শোকরিয়া

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ৬:২৬ পিএম

চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদীস আল্লামা সোলায়মান আনসারি (মা.জি.আ) বলেছেন 'পবিত্র ঈদে মিলাদুন্নবীর সুচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। রোজে আজলে সমস্ত আম্বিয়ায়ে কেরামেকে নিয়ে আল্লাহ এই মিলাদের আয়োজন করেছিলেন। নবী গনের মহাসম্মেলন ডেকে মিলাদুন্নবী আয়োজক স্বয়ং আল্লাহ। তিনি নিজে ছিলেন মীরে মাজলিস বা সভাপতি। সকল নবীগন ছিলেন শ্রোতা। ঐ মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের বিলাদত, শান ও মান অন্যান্য নবীগনের সামনে তুলে ধরা এবং তাঁদের থেকে তাঁর উপর ঈমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা'।

তিনি গতকাল (১৫ অক্টোবর) শনিবার দুপুরে রাউজান কদলপুর হামিদিয়া কামিল (এমএ) মাদ্রাসার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী(স.),অত্র মাদ্রাসায় কামিল হাদিস বিভাগ পাঠদানে শোকরিয়া আদায়, মাদ্রাসা ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হযরত সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ) ও প্রতিষ্টাতা হযরত আমিনুল হক চৌঃ (রহঃ) সহ মরহুম দাতা, অভিভাবক, শিক্ষক, কর্মচারীর ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মাদ্রাসা গভর্ণীংবডির সভাপতি ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও জমিয়তুল মোদার্রেছীর রাউজান উপজেলার সভাপতি ও ঐ মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বেতাগী দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আলহাজ্জ আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ।
পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ বলেন 'জমিয়তুল মোদার্রেছীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষার জন্য অনেক কাজ করেছেন করছেন। তিনি জমিয়তের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনাদের নিকট আমার একটি দাবী সেটি হচ্ছে স্কুল কলেজ লেভেলের চেয়ে মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য রয়েছে অনেক। মাদ্রাসার শিক্ষক, কর্মচারীদের বেতন গ্রেড মান্দাতা আমলের হলে চলবেনা। আপনারা এবিষয়ে সরকারকে বলতে হবে। মাদ্রাসা শিক্ষাকে কিছু গোষ্টি খাঁটো করে দেখে। বর্তমান বিশ্বে মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প নেই উল্ল্যেখ করে আশরাফ শাহ বলেন, জমিয়তুল মোদার্রেছীন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর জন্য একটি অলৌকিক সংগঠন। এই সংগঠন ছাড়া মাদ্রাসা শিক্ষার ব্যাপারে কথা বলতে অন্য কোন সংগঠনকে দেখিনি। জমিয়ত প্রতিষ্টা থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু মাদ্রাসার শিক্ষার কথা বলে যাচ্ছে'।

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন 'আমাদের মাদ্রাসায় হাদিস পাঠদানের অনুমতি দেওয়ায় শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কূতৃপক্ষকে মোবারকবাদ জানাচ্ছি।

এই অনুষ্টানে রাউজান সহ বিভিন্ন জায়গার শতাধিক বিজ্ঞ আলেম উলামা, খতিব উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও মোনাজাত অনুষ্টিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ