Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁধা উপেক্ষা করে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে ঈশ্বরগঞ্জ থেকে নেতাকর্মীরা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ৪:০৭ পিএম

সকল বাঁধা উপেক্ষা করে বিএনপি'র ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগ দিতে ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সড়ক, রেল ও নৌপথে যাত্রা করেছেন। শনিবার ভোর থেকে সমাবেশ সফল করতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ময়মননিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে তারা রওয়ানা হয়।

এর আগে শুক্রবার রাত থেকে গন পরিবহনসহ যান চলাচল বন্ধ হওয়ায় রেলগাড়ী, নৌপথ ও পায়ে হেঁটে নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হন। শনিবার সকালে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে নেতাকর্মীরা সমাবেশ সফল করতে যোগদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ