Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ব্যবস্থায় তাসাউফকে গুরুত্ব দিতে হবে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান ভাণ্ডারীর ২দিনব্যাপী ১৬০তম খোশরোজ মাহফিল আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেশ বিদেশ থেকে আগত ভক্ত-জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। দেশবাসীর ওপর আল্লাহর রহমত ও নিপীড়িত মানবতার মুক্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহ্সূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।

গতকাল শুক্রবার খোশরোজ মাহফিল প্রধান ও সমাপনী দিবসে জুমার নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করে। মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদরাসা ও হেফজখানা মাঠে জুমার নামাজে ইমামতি করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। মাহফিলে তিনি বলেন, তাসাউফকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে সুফিবাদি চেতনাকে উজ্জীবিত করতে হবে। কারণ তাসাউফের অনুসরণ মানুষের বিবেকবোধ তথা মূল্যবোধকে জাগ্রত করে। কর্মসূচিতে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, গিলাফ চড়ানো, জিয়ারত, ফ্রী চিকিৎসা ক্যাম্প, জীবনী আলোচনা, ওয়াজ-মিলাদ। এতে প্রধান অতিথি ছিলেন মরক্কোর ওয়াজদা কমিশন ইউনিভার্সিটির প্রফেসর ড. শায়খ মো. লাকদার দারফুফি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের দারুল ইসলাম কলেজের ডীন ড. শায়খ সৈয়দ মোহাম্মদ ই.এল হোসাইনী, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সূফীজমের উপদেষ্টা, ড. শায়খ আহমদ তিজানি বিন ওমর, ভারতের ইসলামিক স্কলার শায়খ মো. সাখাওয়াত হোসাইন বারাকাতী, সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী।
অনুষ্ঠানে আলোচক ছিলেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, হযরত মাওলানা বাকের আনসারী, শায়খ আজমাইন আসরার, মুফতি মাকসুদুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, বাংলাদেশ সুপ্রিম পার্টির দফতর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ