পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুয়াগ্রাম বাজারে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল বীজ, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। গত কয়েক দিনে শুয়াগ্রাম বাজারের বীজ ব্যবসায়ী খোকন বৈদ্যের দোকান থেকে বীজ ক্রয় করে কৃষকরা। সে বীজ না গজানোর ফলে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অভিযোগ থাকার পরেও সে ওই বীজ দোকানে মজুদ রেখে অবাধে বিক্রি করে যাচ্ছে। কয়েকদিন আগে ওই এলাকার কাইয়ুম, মাসুদ শেখ, কালা বিশ্বাস ও অমল হালদার, খোকন বৈদ্যের দোকান থেকে বীজ কিনে। কিন্তু সে বীজে অংকুর হয়নি। এর পরেও তাকে ভেজাল বীজ দোকানে রেখে বিক্রি করতে দেখা গেছে। এ প্রসঙ্গে বীজ ব্যবসায়ী খোকন বৈদ্য বলেন, লাল তীর বীজে ৪ জন কৃষকের বীজ তলা গজায় নি, বীজ কোথায় থেকে সরবরাহ করা হয়েছে জানতে চাইলে তিনি কোন রশিদ বা তথ্য প্রমান দেখাতে পারে নাই। তবে বীজ বিক্রয়ের নিবন্ধিত লাইসেন্স ১ মাস আগে কৃষি অফিসে দেওয়া হয়েছে বলে জানান। এছাড়াও বিভিন্ন বাজার ও গ্রাম-গঞ্জের ভিতরে অনুমোদন বিহীন ব্যবসায়ীরা অবাধে ভেজাল বীজ বিক্রি করে আসছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, এভাবে চলতে থাকলে কৃষকদের অপুরনীয় ক্ষতি হবে অচিরেই এদের বিরুদ্ধে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে লাভবান হবেন অসাধু কিছু ব্যবসায়ীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।