Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ইলিশ ধরার অপরাধে অর্থদণ্ড ও জাল পুড়িয়ে বিনষ্ট

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহের পদ্মা নদীর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল। এসময় উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী ও পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের তৌহিদ আলীর ছেলে তরিকুল ইসলাম। এবং একই এলাকার আসলাম শেখের ছেলে সাকিব হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ