Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় আবাসিক এলাকায় ড্রেজারের বিকট শব্দ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে আবাসিক এলাকায় বালু ব্যবসায়ীদের ড্রেজার মেশিনের বিকট শব্দে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। ড্রেজারের বিকট শব্দে শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে এবং বয়স্ক ও অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পৌর শহর এবং উপজেলার তুষখালী, ধানীসাফা, মিরুখালী, সাপলেজা, বড়মাছুয়া, গুলিশাখালী বাজরসহ বিভিন্ন স্থানে আবাসিক এরাকায় বালু ব্যবসায়িরা ড্রেজার বসিয়ে দীর্ঘ পাইপ বসিয়ে জমজমাট বালু ব্যবসা করে আসছে। ড্রেজারের বিকট শব্দে মারাত্মক শব্দ দূষণ হলেও প্রতিকারের কেউ নাই। পৌর শহরের ৩নং ওয়ার্ডের আসমা আক্তার জানান, তার বাসা একেবারে খাল লাগোয়া। তার এসএসসি পরীক্ষা ছেলে বিকট শব্দে লেখাপড়া করতে পারেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করেও প্রতিকার মিলেনি।
একই ওয়ার্ডের গৃহবধূ নাসিমা জানান, তারা বৃদ্ধা মা মনোয়ারা বেগম (৭৫) প্রায় বিশ দিন পূর্বে ড্রেজারের বিকট স্ট্রোক করেন। শব্দের কারণে আমার বাসায় রাখা যায়না। এখন তার মা শব্দে অস্থির হয়ে যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ