রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফটিকছড়িতে হোসনে আরা-মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে সৈয়দা মোশারফজান বেগম দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন আজিজনগর এলাকায় প্রতিষ্ঠিত এ সেবা কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন, ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও সীতাকুণ্ড থেকে নির্বাচিত এমপি মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী, হোসনে আরা-মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম ও মোহাম্মদ সাইফুল আলম।
উল্লেখ্য, মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর আম্মাজান সৈয়দা মোশারফজান বেগম (রহ.) স্মরণে এ দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম সিটি’র সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মঞ্জুর আলম। এতে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় রোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।