রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বৈদ্যুতিক শর্টসাকিটের আগুনে ভস্মীভূত হয়ে গেছে গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে মরহুম আবুল কাশেমের ছেলে গোবিন্দগঞ্জ শহরের পত্রিকার হকার মো. হেলাল উদ্দিনের বাড়িঘর। গতকাল শুক্রবার সকালে হঠাৎ অগ্নিকাণ্ডে তার ২টি ঘর পুড়ে যায়। এ সময় বৈদ্যুতিক লাইন চালু থাকায় সাহায্য করতে প্রতিবেশীরা কেউ কাছে যেতে না পারায় সবার চোখের সামনেই ছাই হয়ে যায় ঘর ২টি। হেলাল জানান, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে তিনি গোবিন্দগঞ্জ শহরে যান পত্রিকা বিক্রি করতে। সেখান থেকে ফোনে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন তার দুটি ঘরই ছাই হয়ে গেছে। এ সময় হেলালের স্ত্রী ও মা ঘরে তালা দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। মাত্র পাঁচ মিনিটের এ আগুনে ঘরের ভেতরে বাক্সের মধ্যে রক্ষিত বাড়ি তৈরির জন্য ৬০ হাজার টাকা, ৫ হাজার টাকার প্রাইজবন্ড, বিছানা ও চাল পোশাক সমুদয় জিনিসপত্রসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে দাবি করেন হেলাল। মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ও স্থানীয় ইউপি সদস্য শাহীন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।