Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিএমএবি’র সমাবর্তন

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যাসি বিষয়ে উচ্চতর পেশাদার ডিগ্রী প্রদান ও গবেষণাকারী প্রতিষ্ঠান আইসিএমএবি সমাবর্তন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত এ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আইসিএমএবি’র সিএমএ ডিগ্রীধারী সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করেন। সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিএমএবি এর সভাপতি আরিফ খান এফসিএমএ, কনভোকেশন কনভেনার ২০১৬ মুজাফ্ফর আহমেদ এফসিএমএ, সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ এবং ইনস্টিটিউটের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ ধন্যবাদ বক্তব্য প্রদান করেন। উক্ত সমাবর্তন-২০১৬ অনুষ্ঠানে তিন শতাধিক সিএমএ ডিগ্রীধারী ফেলো ও এসোসিয়েট সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারী, আধা-সরকারী, ব্যক্তিমালিকানাধীন, বহুজাতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং ইনস্টিটিউটের সাবেক সভাপতিগণ, কাউন্সিল সদস্য, বিপুলসংখ্যক ফেলো ও এসোসিয়েট সদস্যগণ উপস্থিত ছিলেন।
শ্যামনগরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ
শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : শ্যামনগর উপজেলায় শনিবার ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার রুহুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু নাছের মোঃ নাজমুল বারী, ইডিপি এ্যান্ড হেড অব জোন ইসলামী ব্যাংক খুলনা জোন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ পিপি ও শ্যামনগর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সমাজসেবক এস এম আফজালুল হক, প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন। বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান শ্রী মতি রায়, নাজমা বেগম, হাসিনা খাতুন, অনিমা রানী, জান্নাতুল ফেরদেীস, সুব্রত পাল, মাহফুজুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবর্তন

২১ নভেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০১৯
২৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ