Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে

বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে। কখনো কখনো রাষ্ট্র নিজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। অহরহ ঘটছে বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, শিশু নির্যাতন ও পাচারের ঘটনা। ঘরে-বাইরে সাধারণ মানুষের যেন কোথাও কোনো নিরাপত্তা নেই। এমনকি বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রও হুমকির মুখে রয়েছে।
গতকাল ‘হিউম্যান রাইট্স সাপোর্ট সেন্টার’-এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সকাল ৯টায় ঢাকা বিশ^বিদ্যালয় টিএসসি চত্ত্বরে ‘হিউম্যান রাইট্স সাপোর্ট সেন্টারের’ সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শাহ মুহাম্মাদ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আরো বলেন, বর্তমান অবস্থায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা-গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানুষের সকল ধরনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সমাবেশের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।
গতকাল একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন, হিউম্যান রাইট্স সাপোর্ট সেন্টারের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মনির আহমেদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো: সাইদুল ইসলাম, মহিউদ্দিন হিমেল, রিচার্স অ্যান্ড পাবলিকেশনস অফিসার মো: ওমর ফারুক, মনিটরিং অফিসার মো: রাজিব উদ্দিন প্রমুখ। র‌্যালিটি ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি চত্ত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।



 

Show all comments
  • ফজলুল হক ১১ ডিসেম্বর, ২০১৬, ৩:৩৫ এএম says : 1
    প্রকৃত অবস্থা আরো ভয়ংকর.....
    Total Reply(0) Reply
  • রোমান ১১ ডিসেম্বর, ২০১৬, ৫:১৮ পিএম says : 0
    কবে যে দেশে শান্তি ফিরে আসবে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবাধিকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ