Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে দেশী অস্ত্র তৈরির কারখানার সন্ধান

পাঁচটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১০:৪৬ পিএম

যশোরে রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে পাঁচটি পিস্তল ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দোকান মালিক ও কর্মচারীসহ তিনজনকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর শহরের আরএন রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ এলাকার বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে এই অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস রাঙ্গামাটি গ্যারেজ এলাকার একটি দোকান ভাড়া নিয়ে লেদ কারখানা করে বিভিন্ন ধরণের যন্ত্রপাতি তৈরি করে আসছিল। এদিন পুলিশ এসে হঠাৎ করে ওই দোকানের মধ্যে অভিযান চালায়। এসময় দোকান মালিক আব্দুল কুদ্দুস, কর্মচারী আজিজুল ইসলাম ও সুমনকে আটক করেছে।

ডিবির এসআই সোলায়মান আক্কাস বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এখানে অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে দেশিয় পিস্তল, ওয়ানস্যুটারগানসহ বিভিন্ন ধরণের অস্ত্র তৈরী করে আসছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরীর বেশ কিছু সরঞ্জাম উদ্ধারসহ দোকান মালিক আব্দুল কুদ্দুস ও দুই কর্মচারীকে আটক করা হয়।

তিনি আরো জানিয়েছেন, রাতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এই অস্ত্র তৈরি ছাড়াও তারা আর কোন অপরাধের সাথে জড়িত আছে কিনা তা যাচাই করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ