Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

সোনাগাজীতে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম

ফেনীর সোনাগাজীতে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মারুফ আলম ভূঁইয়া নামে এক ছাত্রলীগ নেতাকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। সে উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বাদুরিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির ফখরুল আলম ভূঁইয়ার ছেলে।

জানা যায়, মারুফ একই গ্রামের ওই তরুণীর সাথে বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বুধবার বিকেলে ওই তরুণীর বাড়িতে একা আছে জানতে পেরে তার বাড়িতে যায় মারুফ। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন এলাকাবাসীকে ডেকে এনে মারুফকে আটক করে। স্থানীয় এলাকাবাসী তরুণীকে বিয়ে করতে বললে মারুফ অস্বীকৃতি জানালে তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মারুফের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তবে বিষয়টি অস্বীকার করে মারুফ বলেন, ওই তরুণীর বড় বোন ফোন দিয়ে বাড়িতে ডেকে নেন। পরে ঘরে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ