Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

টিকটক ভিডিও করে শাস্তির মুখে সিলেটের দুই পুলিশ সদস্য

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ২:২৮ পিএম

শাস্তির মুখে পড়েছেন সিলেট রেঞ্জে কর্মরত দুই নারী পুলিশ সদস্য । তাদের সাথে আছেন দেশের বিভিন্ন জায়গার আরও ১১ জন। পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করে ফেঁসে গেছেন তারা। পুলিশ সদর দপ্তরের নজরদারিতে ধরা পড়েছেন তারা। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সিলেট রেঞ্জে কর্মরত ওই দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল আবু হানিফা নিপু ও নায়েক সাকিরা আক্তার। দুজনের পোস্টিংই হবিগঞ্জ জেলায়। বাকি ১১ পুলিশ সদস্য হলেন- কনস্টেবল আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) এবং মো. আশিকুল হক (ঝালকাঠি)। এই ১৩ পুলিশ সদস্যই আগে কর্মরত ছিলেন ডিএমপিতে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ সদর দপ্তর সারা দেশে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিওতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করেছে। ‘নোংরামি ঠেকানোর দায়িত্ব পুলিশ সদস্যদের। তারা যদি নোংরামি করে তাহলে নোংরামি রুখবে কে ?’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ