Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবক ও মাঝি হত্যার মিশন চলছেই, আবারো গুলিবিদ্ধ এক মাঝি

উখিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৬:১৬ পিএম

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সংঘবদ্ধ দুষ্কৃতকারীদের গুলিতে আরো একজন হেড মাঝি মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর আই ব্লকে রোহিঙ্গা দুষ্কৃতিকারীর একটি দল হঠাৎ আক্রমণ করে।

এতে ওই ব্লকের হেড-মাঝি মোঃ হোসেন (৩৮) ( পিতা মোঃ মিয়া, এফসিএন নং- ১০০২০২, ব্লক- আই/০১, ক্যাম্প-০৯) মারাত্মকভাবে আহত হয়। তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় ঘটনাস্থলে একটি পিস্তলের খালি ম্যাগাজিন ও মাটিতে রক্তের দাগ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে ব্যাপক অভিযান ও ব্লক রেইড করা হচ্ছে। যেকোন ধরণের বেআইনি কর্মকান্ড রোধে পানবাজার আর্মড পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফারুক আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ