Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৩:৩৪ পিএম

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন ও সালাম গ্রহন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে ১১৯২ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে ইনফ্যান্ট্রি কোর এ সৈনিক হিসেবে অর্ন্তভূক্ত হলেন। রিক্রুটদের মাঝে সব বিষয়ে শ্রেষ্ঠ পারদর্শিতা প্রদর্শনের জন্য মাহফুজ মিয়াকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।

দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করে মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন বলেন, ‘‘সম্পদনের সীমাবন্ধতার মধ্যেও একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে আত্মত্যাগ করে যাচ্ছে এ দেশের মানুষ। দেশের জনগণের নিকট আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা।
‘‘তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাত্বে নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি আপাময় জনগণের যে কোন প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আমাদের অপরিহার্য্য কর্তব্য। তোমরা প্রত্যেকেই নিজেকে শারীরিক ও মানুষিকভাবে এবং যুদ্ধ বিদ্যায় এমনভাবে পারদর্শি করে তুলবে যাতে করে তোমাদের নিয়ে বাংলার মাটি হয়ে উঠে এক দুর্জয় ঘাটি।

তিনি বলেন, ‘‘সৈনিক জীবন শুধুমাত্র একটি চাকরি নয়। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকের দিনটি তোমাদের প্রত্যেকের জীবনে একটি স্বরণিয় দিন হয়ে থাকবে। কারণ আজ তোমাদের উপর অর্পিত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব।
‘‘এই দায়িত্ব পালনে তোমরা সদা সতেষ্ঠ থাকবে। নিজের জীবন উৎসর্গ করে হলেও তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। সর্বক্ষেত্রে সৃষ্টি কর্তার উপর আস্থা রেখে দায়িত্ব পালনে এগিয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ