Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আসলে আমরা মেয়েরা অনেক বোকা’, বললেন ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১০:১৯ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি যখন যেটা মনে আসে তখন সেটা অবলীলায় বলে ফেলেন। এতে কার কী গেল-এলো তা নিয়ে থোড়াই কেয়ার। ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে উঠে আসে মেয়েদের নিয়ে কিছু কথা। চমৎকার বিশ্লেষণে তুলে ধরেন নিজেদের চিরাচরিত কিছু সত্য চরিত্র। পোস্টে মেয়েরা ‘ব্যক্তিগত সম্পর্ক’ নিয়ে কেমন সংবেদনশীল সে বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী।

শবনম ফারিয়া ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আসলে আমরা মেয়েরা অনেক বোকা! ব্রেইন না খাটিয়ে, হার্ট খাটাই! প্রফেশনাল লাইফে আমরা যতটা শক্ত, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই নরম! স্পেশালি যদি আর্টিস্ট হয় তাহলে তো কথাই নেই। ধরেন বার বার রেড ফ্লাগ দেখছেন, সবাই মানা করছে ওইদিকে যাস না, ওর রেকর্ড কিন্তু ভালো না। আপনি বললেন, ‘ধুর তোমরা বুঝো না, ও এমন না।’

সম্পর্কে জড়ানো আবেগ সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘কেউ প্রমাণসহ ডেকে নিয়ে বলল, আরে এই ছেলে তো মাদকাসক্ত! আপনি বললেন, থাক, ওর ফ্যামিলি লাইফে অনেক সমস্যা ছিল তাই এমন। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে ঠিক করে ফেলব। আপনি জানেন, ছেলের মানসিক সমস্যা আছে, বাইপোলার, আপনার মা/বোন অনুরোধ করল, বাদ দাও। আপনি বললেন, সবার সমস্যা থাকে, কেউ শতভাগ ভালো না। ওর তো একটাই সমস্যা, মেনে নেই।’

পুরাতন সম্পর্ক সামনে চলে এলে সেটার তুলনা যেভাবে হয়, সে সম্পর্কে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘ছেলের এক্স-রা বলল, আমার সাথে এই এই করেছে, আপনি দেখছেন আপনার সাথেও সেইমই হচ্ছে, কিন্তু আপনি বললেন, ঐ মেয়েদের সমস্যা আছে তাই এমন করেছে, আমার সাথে কখনো এমন করবে না। ছেলে রেগে গিয়ে আপনার সব ভাংচুর করে, গায়েও হাত তুলে ফেলছে ২/১ বার। কিন্তু আপনি ভাবেন, তাও তো আমার এক্সের চেয়ে অনেক ভালো ও, অন্তত রাগ কমলে ‘সরি’ বলে, এই রাগটাই তো একটু বেশি। আমিই বরং চুপ করে থাকি, তাহলেই তো হলো।’

একশ্রেণির প্রেমিকের অভ্যাস নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘ছেলে আপনার কাছে তার মা-বোন, এক্স সবার বদনাম বলেছে, সবাই কত লোভী, কত খারাপ আর আপনি ভেবেছেন আহারে কত দুঃখী একটা মানুষ। অথচ যে নিজের মা-বোনকে সন্মান করে না, সে আপনাকে কীভাবে সম্মান করবে এইটা একবারও ভাবেন নাই! মেয়েরা এমনই হয়, সুন্দর করে কথা বললে জীবন দিয়ে দেয়! এখন দোষ দেবেন? দেন! আল্লাহ আমাদের এমনই বানিয়ে পাঠিয়েছে! প্রচুর ধাক্কা খাওয়ার ধৈর্য্য, প্রচুর চোখের পানি ফেলার ক্ষমতা, প্রচুর হরমোনাল ইমব্যালেন্স।’

উল্লেখ্য, কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে শবনম ফারিয়া এই মুহূর্তে ভারতের কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন। পরিবার-পরিজনও তার সঙ্গে আছেন। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে দারুণ সময় পার করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ